89850227_2850539621679662_51682883366027264_n

আমোদে ফুর্তিতে করোনাকে আমন্ত্রণ

করোনা ভাইরাসে এখন সারাবিশ্ব আক্রান্ত। ভুটানে ১ জন আক্রান্ত রোগী পাওয়ার সাথে সাথে লকডাউন করে ফেলা হয়েছে, ইতালিতে মারা যাচ্ছে শতশত করোনা রোগী, বন্ধ করে দেয়া হয়েছে সব কিছু।

মালয়েশিয়াতে আক্রান্ত রোগী পাওয়ার সাথে সাথে সব লকডাউন করে ফেলা হয়েছে

ছবিঃ Mohammad Rezaur Rahman

এবার আসুন বাংলাদেশে কি করা হয়েছে আর হচ্ছে সেটা দেখি। গতকাল ছিল জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। তাই মানিক মিয়াতে আয়োজন করা হয়েছিল আতসবাজির। সেটা দেখতে উৎসুক জনতা

আর পতেঙ্গা সমুদ্র সৈকতে ছিল উপচে পড়া ভিড়

মালয়েশিয়াতে এক মসজিদে করোনা আক্রান্ত একজন নামাজে গিয়েছিলেন, এরপর সংক্রমিত হয় অনেকের মধ্যে, আর এর পরই লকডাউন করে দেয়া হয় সমগ্র দেশকে, আর বাংলাদেশে এভাবে জনসমাগমের মধ্যে যদি সংক্রমিত কেউ থাকে, তাহলে ইতালির চেয়ে বাজে কিছু হয়তো হতে যাচ্ছে, সেটা হয়তো সাধারণ জনগণ বুঝতে পারার আগেই হবে

সবাইকে সতর্ক থাকার আহবান থাকল, জনসমাগম থেকে দুরে থাকুন, নিজেকে এবং নিজের পরিবারকে সচেতন করুন

Comments are closed.