অবারিত রূপের আধার দেখেছেন? অসহ্য রকম চোখ জুড়িয়ে যাবার মতোন সৌন্দর্য? জামদানী শাড়িতে নববধুর দীঘল চুলে কুসুম রোদে ওম নেয়ার দৃশ্য বিদেশ ফেরত যুবকের চোখে যেমন লাগার কথা! তেমনই.. আহা, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান। সবুজের সাথে কোথাও কুশমি রঙের মিশেল, অস্থির রকমের শান্ত কুচকুচে কালো জল,এলাকার মুরব্বি শাদা বকের চোখ এড়িয়ে অজস্র পাসপোর্ট আনতে ভুলে যাওয়া সাইবেরিয়ান পরিযাযী বালিহাঁসেদের সাথে-লোকাল পানকৌড়ির প্রেম প্রেম ভাব, সেগুন গাছেদের স্কাউট সদস্যের মত শৃংখলা, উলুবনের ঢাল, পানেদের বরজ আর ফাগুনের অস্তমিত বেলা ফুরাবার দিনে কোকিলের কুহুতানের মিশের ফ্লেভর নিতে কেমন লাগবে আপনার? তাও যদি হয়, গুড়ুম পানসি নৌকায় অযান্ত্রিক গভীর গহীন ঝিরিপথের অন্দরে.. অউফস… আমার শব্দ ভান্ডার এখানে ফুরিয়ে যাতেছে.. মাথায় আতেছে..কিন্তু রিদমিক কীবোর্ডে লিখা যাতেছেনা..😊
প্রকৃর এমন অবাক রূপের মোহনা আমাদের বাঁশখালীর প্রতি প্রান্ত এধারওধার। আপনি হয়তো বলবেন ধূর ছাই, এইখানে কিচ্ছু নাই..

আমি বলবো, মোনের চোখ খুলে দিন,মেলে দিন অদৃশ্য অতলান্তিক মোনের ডানা। মেঘ দেখে প্রেয়সীকে কাছে আসার আহবানে উন্মত্ত তাগড়া ময়ূরের মত পেখম মেলে দিন বাংলাদেশের এই অপার দরীয়া পাড়ের গাঁও গেরামের কিসসায়। রোদ চশমা পড়ে নিন, রহমানুর রাহিম এই অসহ্য সৌন্দর্য অবগাহনের যথেষ্ট শক্তি আপনার কর্নিয়াদ্বয়কে দেননি😊
প্রভূ সারা বাংলাদেশটাকে কুন ফা এয়া কুনের হকুমে ঢেলে সাজিয়ে দিয়েছেন। আমরা অমানুষেরা চলার রাস্তায় চৌরাস্তা বেঁধে রেখেছি৷ দু’ধারের বিস্তৃত রূপুনি, রাস্তাটা যেন সদ্য তালাকপ্রাপ্ত আধপ্রৌঢ়বয়সী কসিমুদ্দি!🙄
এসব অযুহাত ছাড়ুন, দৃষ্টি মেলে দিন.. ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শিষের উপর কয়েকটি শিশির বিন্দুতে..
.
কিছু সুস্থির চিত্রা হরিণচিত্র সন্নিবেশিত হোল। গরীবের মোবাইল ক্যামেরার দোষ দিয়েন সমস্যা নেই। তবে এর রূপকথাচিত্র হাজার গুনে চমকিত করবে সত্য, আই গ্যারান্টি।

যারা ঘুরতে পসন্দ করেন, ঢুঁ মেরে আসুন। বাঁশখালী আসার মান্দাত্তা আমলের রাস্তা-নিম্নমানের গাড়ি, পার্কের অব্যবস্থাপনার জন্যে আমি দায়ী নই🙄🙏 চট্টগ্রাম থেকে বহদ্দার হাট বাস টার্মিনাল থেকে বাঁশখালী সুপারে ৮০ টাকায় অথবা সিনেমা প্যালেস থেকে এস আলমে ১২০ টাকা খরচায় মনছুরিয়া বাজার নামবেন, সেখানে সি এনজি অটো অপেক্ষা করছে আপনার জন্যে। সি এনজি ভাড়া প্রতি জন কুড়ি টাকা অটোয় ত্রিশ টাকা নেবে৷ পার্সোনাল ভিহিকেলস হলে পার্কিং খরচ দিতেই হবে। গেটে মাত্র কুড়ি টাকার টিকিটে অন এয়া হবেন। নৌকা ভ্রমণে যারে যা ঠকাতে পারেন মাথায় রেখে দরদাম করবেন😊 দুনিয়ায় ফিক্সড রেট বলতে কিছুই নেই, ফিক্সড রেটে বাটা কোম্পানিও ডিস্কাউন্ট দেয়.. হা হা
.
🎖উপরি হিসেবে দেখে আসতে প্ল্যানে রাখুন, পুকুরিয়ার বিস্তৃত বাংলাদেশের অন্যতম বৃহৎ চা বাগান, ৪০০বছরের ঐতিহ্যবাহী বখশি হামিদ জামে মসজিদ,বাঁশখালী সমুদ্র সৈকত।
.
🕵যে কোন সমস্যার জন্যে ৯৯৯ – এর সাহায্য নিন😊 বড় আয়োজন বা ছোট সমস্যা হলে আমাকে জানান।
.
🎙যথেষ্ট বিন লটকানো আছে। প্লিজ চিপস কফি বা বোতল সংক্রান্ত আবর্জনা ফেলে লেকের পানি নস্ট করবেন না। দেশটা তো আমাদেরই💕