খবরঃ National Geographic
করোনা ভাইরাসের আক্রমণের পর থেকে কোনও ভালো খবর যখন পাওয়া যাচ্ছিলোনা, তখন কিছু খবর টুইটার/টিকটকে ভাইরাল হতে দেখা যায়
এর মধ্যে রয়েছে, ভ্যানিসের খালগুলোতে হাঁস আর ডলফিনের ফিরে আসা, হাতীর পালের কর্ণ ওয়াইন খেয়ে অজ্ঞান হয়ে থাকা
এগুলো সব ই অসত্য সংবাদ।
কাভেরি গণপতি আহুজা এর করা এক টুইটে দেখা যায় তিনি বলছেন “Here’s an unexpected side effect of the pandemic, The water flowing through the canals of Venice is clear for the first time in forever. The fish are visible, the swans returned.”
Here's an unexpected side effect of the pandemic – the water's flowing through the canals of Venice is clear for the first time in forever. The fish are visible, the swans returned. pic.twitter.com/2egMGhJs7f
— Kaveri 🇮🇳 (@ikaveri) March 16, 2020
যেটা পরে দেখা যায় এটা তোলা হয়েছে মেডিটরিয়ান সী এর সারদানিয়া থেকে, যেটা কয়েক শত মেইল দুরে অবস্থিত বুরানো থেকে
( The swans in the viral posts regularly appear in the canals of Burano, a small island in the greater Venice metropolitan area, where the photos were taken. The “Venetian” dolphins were filmed at a port in Sardinia, in the Mediterranean Sea, hundreds of miles away.)
কেউ এখনো বলতে পারছেনা এই হাতীর ব্যপারটা কোথা থেকে এলো। যিনি পোস্ট করেছেন তার ভাষ্যমতে এটা ইউইনান, চায়নার এক চা বাগান থেকে তোলা, যার কোনও ভিত্তি নেই বলে জানিয়েছে চাইনিজ নিউজ
(( No one has figured out where the drunken elephant photos came from, but a Chinese news report debunked the viral posts: While elephants did recently come through a village in Yunnan Province, China, their presence isn’t out of the norm, they aren’t the elephants in the viral photos, and they didn’t get drunk and pass out in a tea field. )
While humans carry out social distancing, a group of 14 elephants broke into a village in Yunan province, looking for corn and other food. They ended up drinking 30kg of corn wine and got so drunk that they fell asleep in a nearby tea garden. 😂 pic.twitter.com/ykTCCLLCJu
— Corono she better don’t (@Spilling_The_T) March 18, 2020
এভাবেই যখন কোনও সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তখন এমন কিছু অসত্য সংবাদ ভাইরাল হয়ে যায়
আশা করি সবাই সচেতন হবে